“সম্প্রীতি ”
——————————————————-
পীযূষ কান্তি দাস
——————————————————-
হিন্দুদের আজ রথের মেলা
মুসলিমদের কাল ঈদের পরব ।
ধর্ম হোক ভাই মানবতা
“মানুষ আমরা ” এটাই গরব ॥

রবীন্দ্রনাথ নজরুলে কী
ধর্ম দিয়ে ভাগটা করো ,
পুরোহিত আর ইমামকথায়
তবে কেন নেচে মরো ?

রহিম চাচার রক্তে বাঁচে
মহিম খুড়োর ছোট্ট নাতি ।
কেন তবে দাও যে বাধা
নূর হলে তার খেলার সাথী ?

হিন্দু -মুসলিম -জৈন -খ্রিষ্টান
মানুষগড়া বিভেদ পাঁচিল ।
একটানে আয় দিই ছিঁড়ে সব
সংকীর্ণতার সব সে আঁচিল ॥

এই হাতে আজ পাঁপড় খাবো
কালকে খাবো ঈদের হালিম ।
দেখে এসব কাঁপবে দেখিস
আছে যতো ধর্মজালিম ॥

আজকে এসো রশি টানি
কালকে হবে কোলাকুলি ।
মানুষ হয়ে বাঁচবো এসো
গোঁড়ামি সব আয়রে ভুলি ॥

বায়োস্কোপ ———————————————————- পীযূষ কান্তি দাস ————————————————————————————————বজ্রনির্ঘোষ আঁধার রাত পিছল ছিল পথ , মুষলধারে বৃষ্টি পড়ে হাতের মাঝে হাত । তুই আর আমি হাঁটতেছিলাম সেই সে আঁধার রাতে দুরু দুরু বুকে হাঁটা সেই সে বিজন পথে ॥ হঠাত্ কোথায় বাজ পড়লো কাছেই কোন গাছে – আচমকা তোর জড়িয়ে ধরে কাঁপন থরো থরো অভয় দিতে কপোল পরে আলতো দেওয়া চুম , বাড়ি ফিরে নিশ্চিন্তে দিয়েছিলেম ঘুম ॥ স্মৃতির মাঝে আজও কেমন সিনেমার ওই রিল , স্বপ্নভাঙা হলো শুরু বেকার আমি তাই – একবিকেলে পিয়ন এলো হলুদলাগা খাম আজও কেমন বেঁচে আছি জীবনখেয়া বাই ॥ আজও তেমন বৃষ্টি পড়ে বাজও পড়ে জোরে সূর্য ওঠে রাঙিয়ে দেয় পুবের আকাশ ভোরে – তুই কোথায় আর আমি কোথায় ভাবতে বসি রোজ বুক ভেসে যায় নয়নজলে কে রাখে তার খোঁজ ?

বায়োস্কোপ
———————————————————-
পীযূষ কান্তি দাস
————————————————————–বজ্রনির্ঘোষ আঁধার রাত পিছল ছিল পথ ,
মুষলধারে বৃষ্টি পড়ে হাতের মাঝে হাত ।
তুই আর আমি হাঁটতেছিলাম সেই সে আঁধার রাতে
দুরু দুরু বুকে হাঁটা সেই সে বিজন পথে ॥

হঠাত্ কোথায় বাজ পড়লো কাছেই কোন গাছে –
আচমকা তোর জড়িয়ে ধরে কাঁপন থরো থরো
অভয় দিতে কপোল পরে আলতো দেওয়া চুম ,
বাড়ি ফিরে নিশ্চিন্তে দিয়েছিলেম ঘুম ॥

স্মৃতির মাঝে আজও কেমন সিনেমার ওই রিল ,
স্বপ্নভাঙা হলো শুরু বেকার আমি তাই –
একবিকেলে পিয়ন এলো হলুদলাগা খাম
আজও কেমন বেঁচে আছি জীবনখেয়া বাই ॥

আজও তেমন বৃষ্টি পড়ে বাজও পড়ে জোরে
সূর্য ওঠে রাঙিয়ে দেয় পুবের আকাশ ভোরে –
তুই কোথায় আর আমি কোথায় ভাবতে বসি রোজ
বুক ভেসে যায় নয়নজলে কে রাখে তার খোঁজ ?

“আপোষ” ———————————————————- পীযূষ কান্তি দাস ———————————————————- ও গফুর তুই কোথায় গেলি কোথায় বা তোর মহেশ , গো -হাটা তে দে বেচে দে হয়ে গেছে বয়েস ! ক্ষুধায় মানুষ মরছে কত দেখছে না কেউ গিয়ে , কিন্তু দেশের নেতারা সব নাচছে গরু নিয়ে । বামুন পাড়ায় বসেছে যে সেই সে টেপাকল , তোর আমিনা পারবে যেতে আনতে সেথায় জল ? ভোটের বাঁশি বাজলে পরে নেতায় উঠান মাড়ায় , স্বপ্নথলি খুলে বসে তখন তোদের পাড়ায় । আমরা সবাই স্বাধীনদেশের স্বাধীন নাগরিক , ভোটের সময় সেসব কথা যায় বুঝিয়ে ঠিক । হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে কত উঁচু গলা , মিটে গেলেই ভোটের পরব যায় দেখিয়ে কলা । খাটতে হবে তোমায় -আমায় নইলে উনুন বন্ধ , বেশি কিছু বললে পরেই গায় বিরোধীর গন্ধ । বাঁচতে যদি চাও রে শোনো আপোষ করে যাও , নইলে ধরো নেতার ছাতা আর গুনগান গাও ॥