“বিষ্টিদিনের কথা ” – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – পীযূষ কান্তি দাস – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – টুপটুপাটুপ ঝম্ঝমাঝম্ বিষ্টি এলে জুড়োয় প্রাণ, কালো মেঘে ঢাকলে আকাশ পুকুর পাড়ে ভেকের গান। পাকাল মাছের মতোই পিছল হোকনা যতোই আজকে পথ , বর্ষাকালের আসলি মজা জমজমাটি মেলার রথ । ‘রেনি-ডে’ আজ সারাটিদিন জল থৈ থৈ শহর গ্রাম , কাগজ নৌকা ভাসিয়ে খোকা দেয় লিখে তায় নিজের নাম । নৌকাটি তার পথ নদীতে ওই যে দেখো যায় ভেসে , দুলতে দুলতে পৌঁছে যাবে নাম না জানা দূর দেশে ।।
“শপথ দিলাম তোরে ” – – – – – – – – – – – – – – – – পীযূষ কান্তি দাস – – – – – – – – – – – – – – – – – – – – – – – – যা পাখি উড়িয়ে দিলাম তোরে, রাখবো না আর খাঁচায় বন্দী করে । উড়াল দে তুই দে রে মেলে পাখা, জেনে গেছি আর যাবে না তোকে বেঁধে রাখা ॥ ভালোবাসার শিকল দিলাম খুলে , দুঃখ যদি দিয়ে থাকি যাস রে সে সব ভুলে । বাঁধিস না হয় নতুন ডালে বাসা, দোয়া মাগি এবার যেন পুরে রে তোর আশা ॥ আধেক পথে হাতও দিলি ছাড়ি , ভাঙলো তরীর হাল আমায় ডাকছে জানি কাল- তবুও আমি উথাল নদী একা একা আঁধার রাতে দেবো না হয় পাড়ি ॥ নতুন বাসায় বসে যদি আমায় মনে পড়ে , ফেলবি না তুই চোখের পানি তিন সত্যি এটাই মানি ভালোবেসে সেই বাসাটা নিজের মনের মতো করে নিস রে দোহাই গড়ে ॥
“খুশির দোল ” – – – – – – – – – – – — – – – — – – – – – – – – পীযূষ কান্তি দাস – – – – – – – – – – – – – – – – – – পলাশবনে আগুন লাগা এখন ফাগুনমাস , আমের বোলে গন্ধে আকুল দখিনা বাতাস ॥ কোকিল ডাকে কুহু কুহু গাছে কিশলয় , মনের সাথে মেলাও রে মন দূর হোক সংশয় ।। আয় রে সবাই একসাথে ভাই পরে হোলির সাজ , লাল হলুদ আর গোলাপিতে রঙিন হবো আজ ॥ যেদিকে চাই রঙিন সবাই আনন্দে হিল্লোল , মন হয়েছে মাতোয়ারা আজ যে খুশির দোল ॥
আজব দুনিয়া
“আজবদেশ”
– – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – – – – – – – – –
পীযূষ কান্তি দাস
– – — – – – – – — – – – – – – – – — — – – – – – – – -হীরে ব্যাপারী নীরব মোদী জানিনে কার ব্যাটা , ‘গ্যারা’হাজার কোটি ঝেড়েই দিলেএমনি বুকের পাটা !
আমআদমীরা পায় না রে ভাই কোনরকম ঋণ ,
তোমারদের বেশ যায় যে জুটে গেলেই প্রথমদিন !
ব্যবসার নামে লোনটি নিয়ে করবে না যে শোধ ,
ব্যাংকারে কী জানতো না তা এমনই নির্বোধ ?
আসলে তা নয় রে সত্য জানতো তারা সবাই ,
না দিলে যে উপরয়ালায় করবে তাদের জবাই ।
ঋণের দায়ে গরীবচাষির গলায় জোটে ফাঁস ,
তোমরা করো মারা টাকায় সুখে বিদেশবাস ।
লস মেটাতে জনগনের করের টাকাই যায় ,
আঙ্গুল চোষো ভারতবাসী আর করো হায় হায় ॥
ছড়ার ভুবন
“নিদান”
– – – – – – – – – – – – – – — – – – –
পীযূষ কান্তি দাস
– – – – – – – – – – – – – – – – – – –
রামকমলের বাড়লো সুগার ছুঁলো চারশো দশ ,
গেলে ওষুধ দেদার তবু রোগ মানেনা বশ ।
রাতেরবেলায় বারে বারে বাথরুম যাওয়ার ধুম
তিরিক্ষে তার মেজাজটি রয় না হওয়াতে ঘুম ।
দিনেরবেলায় শুধুই ঝিমোয় দোকানঘরে বসে ,
লাভের গুড় সব পিঁপড়েতে খায় দোকান চলে ‘লসে’॥
শহর থেকে দুদিন আগে এসেছে তার দাদা ,
সব শুনে সে বললে হেসে “শোন রে বোকা গাধা –
গাদা গাদা ওষুধ খেলেই সুগার কমে না রে,
তার সাথে ওই সকালবেলায় হাঁটতেও তুই যা রে ।
ঘাম ঝরানো হাঁটা যদি হাঁটিস একটি ঘন্টা,
অনেক বিমার কমেই যাবে থাকবে ভালো মনটা ।
হাঁটার সাথে জিভে একটু লাগাম লাগাও ভাই ,
সঠিক ওষুধ তার সাথে খাও বলবে সুগার যাই” ॥
গল্প সম্ভার
” ভ্যালেন্টাইন ডে ”
– – – – – – – – – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – –
পীযূষ কান্তি দাস
– – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – – – – – – – – –
মধ্য ফেব্রুয়ারি দেখতে দেখতে এসে গেল । থুরথুরি শীতের থেকে মুক্তি পেয়েছে সব্বাই । শীতের জামাকাপড় কাচাকাচি করার জন্য কদিন ধরেই ইজি আনতে বলে বলে গিন্নি পাগল করে দিচ্ছিল । তা সেটাও চারদিন আগেই এনে দিয়েছে বাড়ির কর্তা । গিন্নিও সাথে সাথে দুদিন ধরে তার একপ্রস্থ কেচেকুচে রোদে ভালো করে শুকিয়ে আলমারি ভর্তি করে দিয়েছে । আজ যখন কর্তা অফিস বেরুচ্ছে প্রতিদিনের মতো তার টিফিনের ব্যাগ রুমাল হাতে নিয়ে গিন্নি গেটের পাশে দাঁড়িয়ে । কর্তা খেয়ে দেয়ে পানের খিলি মুখে পুরে বাইরের সিমেন্টের বেঞ্চটায় বসে মোজা পায়ে গলিয়ে জুতো জোড়ায় ব্রাশ মেরে ঘরের দিকে তাকালেন আর ঠিক তখনই
— বাবা আমায় একশ টাকা দাও তো বলতে বলতে কন্যা তমালিকার প্রবেশ ।
——কেন রে তুই কি আজ কোথাও যাবি মা ?
মেয়ের কিছু উত্তর দেওয়ার আগেই বাইরের থেকে সাইকেল ঠেলতে ঠেলতে ছেলে রিতম ঢুকলো বাড়ি । লম্বা ছিপছিপে চেহারা । উচ্চতা আনুমানিক পাঁচ ফুট দশ বয়স ষোল -সতেরো । সবে হাল্কা গোঁফের রেখা উঠেছে । মাথার চুল উপরের দিকে থোপা থোপা করে ছাঁটা । কানের পাশে চাঁছা । পিঠে কিটব্যাগ । স্পাইক লাগানো বুট জোড়া সাইকেলের হ্যান্ডেলের দুদিকে ঝুলছে । দেখেই বোঝা যাচ্ছে সে প্র্যাকটিস থেকে ফিরছে ।
——-বাবা আমার কিন্তু আজ পাঁচশ চাই ।
———-কেন রে তোর আবার কী হলো ?
—-বাবা তুমি যদি ওকে পাঁচশ টাকা দাও তবে আমার কিন্তু দুশো –
কর্তা কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে কিছুনা বলে পেছন পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়ে কে দুশো ও পুত্র কে একটা গান্ধিমার্কা নতুন নোট দিয়ে আসছি বলে দ্রুত বাসস্টপেজের দিকে হাঁটা দিলেন । পথে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন হঠাৎ আজ কি এমন হলো যে ছেলে মেয়ে দুজনের একই সাথে টাকার দরকার পড়ল । ভাবতে ভাবতে তিনি বাস স্টপেজে হাজির । কিছুক্ষণের মধ্যেই বাস এলো এবং তিনি বাস ধরে অফিসে গেলেন । কমলেশবাবু অফিসের বড় বাবু তাই সঠিক সময়ে আসা ও যাওয়া আসার ব্যাপারে তিনি সেই পি .সি .রায় ॥
আজ অফিসের পরিবেশটা যেন আর পাঁচটা দিনের মতো নয় কেমন যেন অন্য রকম । কেমন খুশি খুশি সব্বাই । বিশেষ করে ছোকরা ছেলেমেয়ে গুলোর সব্বাই বেশ দামী দামী জামাকাপড় পরেছে আর তাদের গা থেকে ভুর ভুর করে দামী সেন্টের খুসবু অফিসের বাতাসে মাদকতা ছড়াচ্ছে । হঠাৎ তাঁরদের অফিসের স্টেনো মহিমা এসে বললে
——–স্যার স্যার আজ কিন্তু আমায় একটু তাড়াতাড়ি ছুটি দিতে হবে ।
— —-কেন কেন ? আজ আবার তোমার কি হল ? তোমার মা -বাবা তো সেই নিউইয়র্কে তোমার দাদার কাছে । তাঁরা যখন ছিলেন তখন না হয় যাওয়ার একটা অজুহাত থাকত । এখন তো সে বালাই নেই ।
———স্যার আজ যে অন্য ব্যাপার —-
———অন্য ব্যাপার মানে ?
———স্যার আজ যে ভ্যালেন্টাইন ডে !
এতক্ষণে তিনি বুঝালেন ছেলে মেয়ের টাকা চাওয়ার কারণ ।
সেদিন অফিস থেকে ফেরার সময় কমলেশবাবু নগদ কড়কড়ে পঞ্চাশটাকা দিয়ে একটি আধফোটা লাল গোলাপ নিয়ে বাড়ি গেলেন এবং বাড়ি ফিরেই আপন সহধর্মিনীর হাতে সেটি তুলে দিয়ে বললেন
——–হ্যাপি ভ্যালেন্টাইন ডে ।
অমনি তাঁর গিন্নি মুচকি হেসে বললেন
— -আ মলো যা ! বুড়ি হয়ে মরতে বসলুম ইদিকে আর উঁনি এয়েচেন পিরীত কর্তে –!
ছোঁয়া কাব্যগ্রন্থ
“পুণর্যাত্রা”
তারিখ :–২৩শে ডিসেম্বর ২০১৭
– – – – – – – – – – -:- – – – – – – – – – – – –
পীযূষ কান্তি দাস
– – — – – –:- – – – – – – – – – :- – – – — –
সবটুকু ক্ষণ যায়নি চলে আছে অনেক বাকি ,
আয় না দুজন বাকি জীবন পাশাপাশি থাকি ।
আগের মতোই হেসে -খেলে দিনগুলি সব যাক্ ,
মনভোমরা গুনগুনিয়ে খুশির ই গান গাক্ ।
ইচ্ছে হই ফের দামাল নদী তুই হ সাগরবেলা ,
খুনসুটি হোক আগের মতোই করি দুজন খেলা ।
কিংবা তুই হ পূর্ণিমাচাঁদ আমার আকাশ বুকে ,
ভরুক এ মন জোছনাতে তোর কাটবে সময় সুখে ।
রিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টি হবি আমার দহন কালে ,
টুপুর টাপুর বৃষ্টিনূপুর আমার টিনের চালে ।
শরৎকালে আবার হবি আমার কাশের বন ,
পাগলাবাতাস আমি হবো দুলবি সারাক্ষণ ।
হেমন্তে তুই শিশিরকণা আমি ধানের শীষ ,
সারারাতি ভালোবাসায় ধুইয়ে আমায় দিস ।
শীতের কালে লেপের ওমে দুজন মাতোয়ারা ,
আগের মতোই ভালোবাসায় হবো পাগলপারা ।
কোকিল হবো বসন্তে তুই কৃষ্ণচূড়ার ডাল ,
মিঠে চুমুর পরশ দিয়ে রাঙাবো তোর গাল ।
সবটুকু ক্ষণ যায়নি চলে আছে কিছু বাকি ,
নতুন করে হোক না শুরু হাতটি হাতে রাখি ॥
” যোগ্যতা”
———————————————————-
পীযূষ কান্তি দাস
———————————————————-
এই ছোঁড়া তুই এদিকে আয় কেন ওদিক যাস ,
ঘুরলি তো রে দশটি বছর মিটলোনা তাও আশ !
লাভ কিছু নাই পার্টি করে বুঝবি দুদিন পরে ,
এইবেলা তাই ঘরের ছেলে যা ফিরে যা ঘরে ।
ওদের পিছে ঘুরে ঘুরে করলে বয়স পার ,
আমার মতো কাঁদতে হবে জীবনটা ছারখার ।
তোর মতো হায় ঘুরেছিলাম আমিও আট সাল ,
শুনিনি তো কারুর মানা বাপের যতো গাল ।
বুড়োবাপে খেটেছিলো মুখে তুলে রক্ত ,
আমি নাকি কাজের ছেলে পার্টির বড়ো ভক্ত ॥
অনেক কষ্টে করেছিলাম এম .এ .টুকুন পাশ,
“চাকরী পাবি” পার্টির দাদাও দিয়ে ছিলো আশ ।
পার্টির জন্য ঝরিয়েছিলাম কতো রক্ত- ঘাম ,
কাজ ফুরাতে হলাম পাজি নাই কোন তার দাম ।
দুইটি বিঘে জমিন বেচে দিলাম আট লাখ টাকা ,
আরও দুলাখ দিতে গিয়ে মায়ের গয়না ফাঁকা ।
গিয়ে গিয়ে ছিঁড়লো জুতা জোটেনি তাও কাজ ,
পরের জমির দিনমজুরী তাইতো করি আজ ।
তখন থেকেই বুঝে গেছি হলো মোহভঙ্গ ,
সবচে’ বড়ো আজবদেশ ভাই আমাদের এই বঙ্গ ।
যতোই তুমি পাশ কেন দাও লাখ যোগ্যতা থাক ,
সেসব ভাই ওই শিকের পরে সবাই তুলে রাখ ।
ভাগ্না -ভাগ্নি হতে হবে নিদেন বউয়ের ভাই ,
নইলে জানিস কপালে তোর চাকরীটা তো নাই ॥
“নীরব ব্যথা ” পীযূষ কান্তি দাস – – – – – – – – – – – – – – – – – – – – – – – – যখন তুমি নৌকোতে পাল তুলে দাও যে পাড়ি নতুন কোনো দেশে , দুচোখ আমার হয় যে অশ্রুনদী দলা পাকায় কষ্টগুলো এসে ॥ আলোর ছটায় যাও যে তুমি ভেসে আমার জীবন আঁধার দিয়ে ঘেরা , কান্না চেপে হাসতে থাকি আমি সেই অভিনয় নয় কী সবার সেরা ? ব্যস্ত তুমি লক্ষ লোকের ভীড়ে বলছো কথা সবার সাথে হেসে , একলা আমি নদীর কূলে বসে ব্যথার তরী যায় যে আমার ভেসে ॥ কপালজুড়ে তোমার বিজয়টিকা খুশির ছোঁয়া তোমার চোখেমুখে, জানি এখন ভালোই আছো তুমি তোমার সুখেই তৃপ্তি আমার বুকে ॥
“পরানপাখি” – – – – – – – – – — – – – – – — – – – – – – – পীযূষ কান্তি দাস – – – – – – – – – – – – – – – – – – — – – – – – হাজার মুখের মাঝে আমি খুঁজি একটি মুখ , যার পরশে তৃপ্তি পেতাম জুড়িয়ে যেতো বুক । হাজার কণ্ঠস্বরের মাঝে তার স্বরটাই খুঁজি, হারিয়েছি তায় অবহেলায় ফিরলো না তাই বুঝি । তার মতো আর ভালোবাসা পেলাম না তো ভাই হু হু করে বুকের মাঝে নাই সে কাছে নাই। এসো এসো ফিরে প্রিয়া আবার আমার কাছে, তবেই যদি জুড়ায় এ মন পরান আবার বাঁচে । রূপের কথা তুলবো না আর ফর্সা কিংবা কালো যেমন ছিলে তুমি আমার সেটাই ছিলে ভালো। চাইনে আমি উর্বশী বা কোনো তিলোত্তমা ? তুমিই আমার পরানপাখি আমার প্রিয়তমা ॥
“ইচ্ছে ”
———————————————————-
পীযূষ কান্তি দাস
———————————————————-
যাচ্ছি পথে উদাস মনে হঠাত্ ডাক
চমকে ঘুরি পেছন পানে কোথায় কে ,
জানতো যেজন বলেছিলো,” গোপন থাক ”
তবে আমায় এ নাম ধরে কে ডাকে ?
ডাকার লোককে হারিয়েছি বিশটি সাল
পাগলসম ঘুরছি কেবল দিক-বিদিক ,
খোলেনি তো এ যে ভীষণ উর্ণাজাল
বুঝিনি হায় আজও কে ভুল কে যে ঠিক ॥
জীবনটা আজ ছন্নছাড়া কার দোষে
একটুখানি দেয়ওনি কেউ সান্ত্বনা ,
সন্ধ্যেবেলাই ‘ছাই -পাঁশ’ নিয়ে যাই বসে
বোঝেনা কেউ কি যে আমার যন্ত্রণা ॥
দিনে দিনে ফুরোচ্ছে দিন বুঝছি বেশ
যন্ত্রণা হয় বুকে -পেটে এখন খুব ,
হাসির মাঝেই লুকাই আমি কাঁদার রেশ
ইচ্ছে জাগে হঠাত্ করে দিই তো ডুব ॥